পুরুষের কাঁদতে বাধা নেই: শচীন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ১৩:৩৭
অ- অ+

বলা হয় পুরুষ মানুষের কাঁদতে নেই, তাইতো কখনো কোনো ছেলের চোখে অশ্রুর ফোঁটার অস্তিত্ব পেলেও তা নিয়ে হাসি তামাসার ইয়ত্তা থাকে না। ‘পুরুষের চোখে পানি শোভা পায় না’, এই মতবাদকে ভ্যাটো দিয়ে অশ্রুবিসর্জনের স্বাধীনতা পুরুষেরও আছে, সেটিই মনে করিয়ে দিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

পুরুষের চোখের জলে কোনও লজ্জা নেই। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে এমন কথাই লিখলেন শচীন।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কথায়, ‘পুরুষের চোখের জল ফেলার মধ্যে কোনও লজ্জা নেই। তাই চোখের জল লুকোনোর দরকার নেই। এক সময়ে আমিও ভাবতাম, কোনও পুরুষের চোখ দিয়ে জল পড়লে সে দুর্বল। কিন্তু পরে অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করেছি, আমার এই ধারণা ভুল ছিল।’

তিনি আরো বলেন, ‘নিজের যন্ত্রণা ও অসহায়তার প্রকাশ কখনও দুর্বলতা হতে পারে না। বরং তার জন্য অনেক সাহস লাগে।’ এ প্রসঙ্গে জীবনের শেষ টেস্টে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর কান্নায় ভেঙে পড়ার কথা উল্লেখ করে সচিন বলেন, ‘আবেগরুদ্ধ হয়ে সে দিন কেঁদে ফেললেও, আজও পুরুষই রয়েছি।’

উল্লেখ্য, ভারতের হয়ে সর্বোচ্চ ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওডিআইতে অংশগ্রহণ করেন লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা