আজ থেকে কুবিতে ভর্তি সাক্ষাৎকার শুরু

কুবি প্রতিনিধি
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৯, ০০:০৩

আজ রবিবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু। দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার শেষে ভর্তি কার্যক্রম শুরু হবে ২৬ নভেম্বর থেকে।

সাক্ষাৎকারের বিস্তারিত তথ্যাদি:

‘এ’ ইউনিট:

আজ ‘এ’ ইউনিটের মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত; ২৫ নভেম্বর মেধাক্রম ৬০১ থেকে ১৫১৮ (শুধুমাত্র গণিত উত্তর প্রদানকারী) পর্যন্ত ও কোটায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এই সাক্ষাৎকার উভয়দিন সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

‘বি’ ইউনিট: সকাল সাড়ে ৯টায় ‘বি’ ইউনিটের মেধাক্রম ১ থেকে ৫১৪ (মানবিক) পর্যন্ত, বিকাল তিনটায় মেধাক্রম ১ থেকে ১০৪ (ব্যবসায় শিক্ষা) পর্যন্ত এবং ২৫ নভেম্বর সকাল সাড়ে নয়টায় বিজ্ঞান বিভাগ থেকে মেধাক্রম ১ থেকে ২৮২ পর্যন্ত ও কোটায় সব উত্তীর্ণদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

‘সি’ ইউনিট: আজ সকাল সাড়ে ৯টা থেকে ‘সি’ ইউনিটের মেধাক্রম ১ থেকে ২৫০ (ব্যবসায় শিক্ষা) পর্যন্ত, বিকাল ৩টা থেকে মেধাক্রম ২৫১ থেকে ৪০০ (ব্যবসায় শিক্ষা) পর্যন্ত এবং ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘সি’ ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধাক্রম ১ থেকে ৩২ পর্যন্ত, বিকাল ৩টায় বিজ্ঞান বিভাগ থেকে মেধাক্রম ১ থেকে ৪৮ পর্যন্ত ও কোটায় সব উত্তীর্ণদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের সময় পরীক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র (মার্কশিট), ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি, কোটা প্রার্থীদের সংশ্লিষ্ট কোটার সরকার নির্দেশিত মূল সনদ ও তার ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে।

২৫ নভেম্বর সাক্ষাৎকার গ্রহণ শেষে ফল প্রকাশ করা হবে। ভর্তি প্রক্রিয়া ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ৮-১০ ডিসেম্বর মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সবশেষে আগামী ১ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/ ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ উপাচার্যের

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৪ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :