আলফাডাঙ্গায় বিজয় দিবস পালনে আ.লীগের প্রস্তুতি সভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে এ সভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, যুগ্ম সম্পাদক কামাল আতাউর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর কমিশনার মিজানুর রহমান মিজান, সম্পাদকমণ্ডলীর সদস্য তৌকির আহমেদ ডালিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা প্রমুখ।
এসময় আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

মন্তব্য করুন