কিশোরগঞ্জে মানবাধিকার নাট্য উৎসব শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ২১:০২

কিশোরগঞ্জে মানবাধিকার নাট্য উৎসব শুরু হয়েছে। শুক্রবার রাতে জেলা শহরের আখরাবাজার সেতুর নরসুন্দার চত্বরে কিশোরগঞ্জ মানবাধিকার নাট্য পরিষদের আয়োজিত ১৬তম মানবাধিকার নাট্য উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শুক্লা সরকার।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সাইফুল হক মোল্লা দুলু।

বক্তব্য দেন- নাট্যজন আলজুস ভূঞা, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সাবেক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। নাট্য উৎসবটি উৎস্বর্গ করা হয়েছে নাট্য ব্যক্তিত্ব সুধেন্দ্র বিশ্বাসকে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :