ভারতে ধর্ষণের চেষ্টাকারীকে নগ্ন করে রাস্তায় ঘোরাল গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩০
অ- অ+

ভারতের মহারাষ্ট্রে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছেন স্থানীয় গ্রামবাসী।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল রবিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নাগপুরের পারডি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় নাগপুর পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত জওহর বৈদ্য নাগপুরের একটি কো-অপারেটিভ ব্যাংকের ক্যাশ কালেকশন এজেন্ট হিসেবে কাজ করেন। টাকা আদায়ের জন্য বিভিন্ন সময় ওই শিশুটির বাড়িতে যেতেন তিনি। রবিবার সন্ধ্যায় বাড়িতে শিশুকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বৈদ্য।

এসময় হঠাৎ শিশুটির মা বাড়িতে ফিরে আসেন। চার বছরের শিশুকে যৌন নিপীড়ন করতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে ও বৈদ্যকে ব্যাপক মারধর করে। পরে সবাই মিলে তাকে নগ্ন করে গ্রামের রাস্তায় ঘোরায়। রাস্তায় ঘোরানোর পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ভারতীয় দণ্ডবিধি ও যৌন নিপীড়ন থেকে শিশু সুরক্ষা আইনে পারডি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা