ব্যাংক খাত কেন প্রশ্নবিদ্ধ হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৩
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু শোনেন, সব কাজে মনোযোগ দেন, নির্দেশনা-উপদেশ দেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সর্বোপরি তিনি মঙ্গল চান। তিনি অত্যন্ত মানবিক। এই যখন অবস্থা, তাহলে আমাদের ব্যাংক খাতটা কেন এভাবে প্রশ্নবিদ্ধ হবে। এটা নিয়ে বোধহয় আমাদের সকলের চিন্তা করার অবকাশ আছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনে বিডিবিএল অফিসার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সার্বিকভাবে আমাদের অর্থনীতি খুবই ভালো করছে। জীবনমান ভালো হচ্ছে, অবকাঠামো বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি দৃশ্যমান উন্নতি পরিলক্ষিত হচ্ছে। তারপরেও অর্থ খাতটা আমরা মুঠোর মধ্যে আনতে পারছি না। এগুলো নিয়ে আমরা চিন্তিত। আমার ধারণা, আমাদের যারা কাজ করছেন, তারাও চিন্তিত।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সার্বিক ব্যাংক খ্যাত সম্পর্কে ধারণা ইতিবাচক নয় বাজারে। আমিও বাজারে বাস করি, আপনারাও করেন। কোথায় সমস্যা, কেন এই ধারণা সেটা জানান। আমরা এর সমাধান করতে চাই। এটা গ্রহণযোগ্য নয়।’

ব্যাংক খাতে সমস্যার সমাধানে সবার কাছ থেকে বুদ্ধি, পরামর্শ প্রত্যাশা করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শুধু সরকারের জন্য নয়, দেশের মানুষের মঙ্গলের জন্য এই সমস্যার সমাধান করতে হবে।’

বিডিবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেজবাহউদ্দিনসহ এর পরিচালনা পর্ষদের সদস্যরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা