উশু থেকে রৌপ্য জয় মর্জিনার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২
অ- অ+

নেপালে চলমান ত্রয়োদশ এসএ গেমস থেকে বৃহস্পতিবার বাংলাদেশের জন্য উশু থেকে রৌপ্য পদক জয় করলেন মর্জিনা আক্তার। লাগানখেল ফিজিক্যাল ফিটনেস সেন্টারে নারীদের অলরাউন্ড বিভাগে ১৬.৩০ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক জয় করেন তিনি।

এই ইভেন্টের ফাইনালে নেপালের নিমা ঘার্তিও মাগারের কাছে হেরে গেছেন মর্জিনা। ১৮.৯১ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় করেন স্বাগতিক মাগার। ১৭.৭৪ পয়েন্ট নিয়ে এই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জয় করেছেন শ্রীলংকার সানজু কুমারি।

নারীদের তাইজিজিয়ান অলরাউন্ড ইভেন্টে ১৬.৬৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশের দিপ্তি দাস। এই ইভেন্টে ১৮.৬৬ পয়েন্ট নিয়ে শ্রীলংকার গুনাসেকারা স্বর্ণ ও ১৮.৪৪ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক জয় করেছেন নেপালের মিনা গলান।

পুরুষদের গানশু অলরাউন্ড ইভেন্টে বাংলাদেশের রাসেল হোসেন ব্রোঞ্জ পদক জিতেছেন ১৮.৬৮ পয়েন্ট নিয়ে। এতে ভারতের সুরাজ সিং স্বর্ণ ও নেপালের মিশাও বুদ্ধা মাগার রৌপ্য পদক জিতে নিয়েছেন।

(ঢাকাটাইমস/৫ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা