জিরো পয়েন্টে রিজভীর মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ২০:০৯
অ- অ+

দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি শনিবার সন্ধ্যায় গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হয়।

দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে ফাঁকে ফাঁকে এমন ঝটিকা মিছিল করেন রিজভী। কখনো ঢাকার এক প্রান্তে, কখনো বা অন্য প্রান্তে মিছিল করে আবার নয়াপল্টনের কার্যালয়ে চলে আসেন বিএনপির আলোচিত এই নেতা।

মশাল মিছিলের আগে দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রবিবার ঢাকার থানায় এবং দেশের সব জেলা, মহানগরে বিক্ষোভের ডাক দেয় বিএনপি। যথাযথভাবে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশনাও দেয়া হয়েছে কেন্দ্র থেকে।

রিজভীর নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক কাওসার প্রমুখ।

মিছিলটি জিরোপয়েন্ট দিয়ে শুরু হয়েছে পল্টন মোড়ের দিকে এসে শেষ হয়।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা