স্বর্ণ জয়ে দিন শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৫২| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:২৫
অ- অ+

নেপালে চলমান ১৩তম এশিয়ান গেমসে রবিবার স্বর্ণ জয়ের মাধ্যমে দিন শুরু করেছে বাংলাদেশ। সকালে পোখারা স্টেডিয়ামের আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

এসএ গেমসে আর্চারিতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের এটি অষ্টম স্বর্ণ জয়। গতকাল পর্যন্ত ছিল সাতটি স্বর্ণ। শনিবার একদিনেই তিনটি স্বর্ণ জয় করে বাংলাদেশ।

রবিবার বাংলাদেশের স্বর্ণজয়ী আর্চারী দলের তিন সদস্য হলেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। প্রথম সেটে ৫৫-৫১ সেটে জয় তুলে নেন রোমান সানারা।

পরের সেটে অবশ্য ৫৫-৫৭ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। পরবর্তী সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। রোমান-তামিমুল-রুবেলরা জয় পায় ৫৪-৫১ ব্যবধানে। তারপর ৫৪-৫৪ তে টাই হয়েছে। টাই হলেও স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশ।

স্বর্ণ জয়ের পর রোমান সানা বলেছেন, ‘স্বর্ণ জিততে পেরে দারুণ লাগছে। অন্য ইভেন্টগুলোতেও ফাইনালে উঠেছি। আশা করি, দেশের হয়ে আরো স্বর্ণ জিততে পারব।’

(ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা