সমতায় ফিরল উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৭
অ- অ+

তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি-টুয়েন্টি জিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন করল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার (৮ ডিসেম্বর) ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল পোলার্ড অ্যান্ড কোম্পানি।

ক্যারিবিয়ান দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬৭ রান করেন সিমন্স। ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৪টি ছয়ে। ক্যারিবিয়ান দলের এদিনের ব্যাটিং নায়ক তিনি।

সেই সঙ্গে উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানও দারুণ খেলেছেন। ম্যাচের জয়সূচক শটটি তার ব্যাট থেকেই এসেছে। ১৮ বলে ৩৮ রান হাঁকিয়ে দলকে জয়ের গণ্ডি পার করান পুরান। ইনিংস সাজানো ৪টি চার ও ২টি ছয় দিয়ে।

ব্যাটে-বলে দুই বিভাগেই ভারতকে মাত দিয়ে দ্বিতীয় টি-টুয়েন্টি জিতে সিরিজে ফিরল উইন্ডিজ। ওপেনিংয়ে ৩টি চার ও ৩টি ছয় দিয়ে ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ান দলের জয়ের ভিত গড়ে দেন লিউস।

এর আগে টস জিতে প্রথমে বোলিং নিয়ে ভারত করে ১৭০ রান। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৫৪ রান করেন শিবম দুবে।

সিরিজের শেষ ম্যাচ বুধবার (১১ ডিসেম্বর) হতে চলেছে। ঐ দিন মুম্বইয়ে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ খেলবে দুদল। মুম্বfইয়ের ওয়াংখেড়েতেই হবে সিরিজ ফয়সলা।

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা