ভার্ডির গোলে রেকর্ড করল লেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:০০
অ- অ+

প্রিমিয়ার লিগে স্বপ্নের দৌড় অব্যাহত জেমি ভার্ডির৷ বিজয়রথ গড়গড়িয়ে চলছে তাঁর দল লেস্টার সিটিরও৷ লিগে টানা আটটি ম্যাচ জিতে নতুন ক্লাব রেকর্ড স্থাপন করে লেস্টার৷ অ্যাস্টন ভিয়াকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে তারা৷ জোড়া গোল করেন ভার্ডি, যিনি দলের শেষ আটটি জয়েই প্রধান ভূমিকা পালণ করেন৷ লিগে টানা আটটি ম্যাচেই গোল করলেন ৩২ বছর বয়সি ব্রিটিশ ফুটবলার৷

অ্যাস্টনের বিরুদ্ধে ম্যাচে লেস্টারের হয়ে অপর দু’টি গোল করেন কেলেচি ইহানাচো ও জনি ইভান্সের৷ লেস্টার ম্যাচের দুই অর্ধে ২টি করে গোল করে৷ ভিয়ার হয়ে প্রথমার্ধের সংযোজিত সময়ে একমাত্র গোলটি করেন জ্যাক গ্রেলিস৷

এই জয়ের সুবাদে লেস্টার লিগ টেবিলে দ্বিতীয় স্থান আরও মজবুত করে৷ ১৬ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে ৩৮ পয়েন্ট৷ ঘাড়ে নিঃশ্বাস না ফেললেও শীর্ষে থাকা লিভারপুলকে লেস্টার চাপে রাখল সন্দেহ নেই৷ লিভারপুল ১৬ ম্যাচে সংগ্রহ করেছে ৪৬ পয়েন্ট৷ অর্থাৎ দু’দলের মধ্যে ব্যবধান রয়েছে ৮ পয়েন্টের৷ তৃতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির (৩২) থেকে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে ভার্ডিরা।

ম্যাচের ২০ মিনিটের মাথায় কেলেচির পাস থেকে লেস্টারের হয়ে প্রথম গোল করেন ভার্ডি৷ ৪১ মিনিটে কেলেচির গোলে ২-০ এগিয়ে যায় লেস্টার৷ ৪৫+২ মিনিটে কোনসার পাস থেকে গোল করে স্কোর-লাইন ২-১ করেন ভিয়ার গ্রেলিস৷ ৪৯ মিনিটে ম্যাডিসনের পাস থেকে বল ধরে অ্যাস্টনের জালে জড়িয়ে দেন ইভান্স৷ ৭৫ মিনিটে দলের হয়ে চতুর্থ ও ম্যাচে নিদের দ্বিতীয় গোল ভার্ডির৷ এক্ষেত্রে তাঁকে গোলের পাস বাড়ান প্রায়েত৷

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
জমি বিরোধের জেরে দুই লাখ টাকায় স্ত্রীকে হত্যা, ৪ আসামি গ্রেপ্তার
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা