‘সাহসী নারীর গল্প তুলে ধরবে স্যান্ডেলিনা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:০৭| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৪১
অ- অ+

সমাজের সাহসী নারীদের গল্প তুলে আনতে একটি প্ল্যাটফর্ম হিসেবে 'স্যান্ডেলিনা তোমার সাহসিকতাই তোমার সৌন্দর্য’ এই নামে কোহিনুর কেমিকেল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড স্যান্ডেলিনা একটি ক্যাম্পেইন শুরু করছে।

সোমবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে কোহিনুর কেমিকেল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং এন্ড সেলস) এম জিয়াউল হাফিজ বলেন, ‘তুমি মেয়ে’ কথাটি নিচে চাপা পড়ে যায় হাজারো নারীর স্বপ্ন। এর মাঝেও কিছু নির্ভিক নারী সব প্রতিকূলতা ভেঙে এগিয়ে যায়। যারা সমাজে অপরিচিতই থেকে যান। সেই সাহসী নারীদের সমাজের আলো নিয়ে আসতে স্যান্ডেলিনা এই ক্যাম্পেইনটি করতে যাচ্ছে।’

জিয়াউল হাফিজ বলেন, ‘শুধু দৈহিক সৌন্দর্য দিয়ে সমাজ নারীকে মূল্যায়ন করে। কিন্তু স্যান্ডেলিনা ব্র্যান্ড সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। সাহসিকতাই নারীর সৌন্দর্য এই ধারণা পোষণ করে স্যান্ডেলিনা। তাই এই ক্যাম্পেইনের মাধ্যমে সমাজে সেসব নারীদের জন্য স্বীকৃতির ক্ষেত্র তৈরি করতে চায়, যারা সমাজের শত প্রতিকূলতার মধ্যেও আত্মপ্রতিষ্ঠায় সচেষ্ট থাকেন।’

এক প্রশ্নের জবাবে জিয়াউল হাফিজ বলেন, ‘এখন শুধু নারীদের নিয়ে কাজ করলেও পরবর্তীতে আমরা পুরুষদের গল্পও তুলে ধরব।এছাড়া এখন আটটি বিভাগীয় শহরে ক্যাম্পেইনটি চললেও পরবর্তীতে প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশে ছড়িয়ে থাকা সাহসীদের গল্প তুলে ধরার চেষ্টা করা হবে।’

সংবাদ সম্মেলনে কথা বলেন এড সিক্সটি ফাইভ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি। তিনি বলেন, 'সারাদেশে আটটি বিভাগীয় শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্যাম্পেইন করা হবে। আটটি বিভাগে সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা বিচারক হিসেবে থাকবেন। বিচারকদের মাধ্যমে সত্যিকারের আটজন নারীকে বাছাই করা হবে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি প্লাটফর্ম তৈরি করার মধ্য দিয়ে সমাজের অন্য নারীদের সামনে তাদের নিয়ে আসা এবং তাদের সাহসী নারী হিসেবে স্বীকৃতি করার লক্ষ্যে কাজ করব। এতে সমাজের অন্য নারীরা উৎসাহিত হয়ে সমাজের প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলবে নিজ স্বপ্ন পূরণের লক্ষ্যে।’

ফজলে রাব্বি বলেন, ‘বাছাইকৃত আটটি গল্প আমরা ভিডিওচিত্র ধারণ করার পর এগুলো সম্প্রসারণ করব।’

ক্যাম্পেইনে অংশ নেয়া যাবে যেভাবে

ক্যাম্পেইনে যারা অংশ নেবেন তাদের স্যান্ডেলিনা ফেসবুক পেজে লাইক দিতে হবে এবং পাবলিকলি শেয়ার করতে হবে। এরপর প্রতিটি বিভাগ থেকে অংশ নেয়া নারীরা নিজের নাম, বিভাগের নাম, জেলার নাম ছবি ও ফোন নাম্বারসহ নিজ নিজ জীবনের সাহসিকতার গল্প লিখে শেয়ার করতে হবে স্যান্ডেলিনা ফেসবুক পেজের ইনবক্সে এবং #sandalinaboldwomen লিখে ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে হবে নিজের।

তারপর ক্যাম্পেইনের কনটেন্টগুলোতে অবশ্যই লাইক দিতে হবে এবং পাবলিকলি শেয়ার করতে হবে জমা হওয়া গল্প থেকে জরিপের মাধ্যমে সত্যতা যাচাই করে আটটি বিভাগের একজন সাহসী নারীকে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে ক্যাম্পেইনটি শেষ হবে।

‘তোমার সাহসিকতায় তোমার সৌন্দর্য’ নামে ক্যাম্পেইনটি প্রথম আয়োজিত হয় ২০১৮ সালে। যার উদ্দেশ্য ছিল নারীদের সাহসিকতায় তাদের প্রধান সৌন্দর্য কথাটি প্রতিষ্ঠা করা। ক্যাম্পেইনটির মাধ্যমে সে সময় পাওয়া যায় অনেক সাহসী নারীর গল্প। এমন সব গল্প সবসময় বদলে দেবে সমাজের আরও অনেক নারীর জীবন। তাদের এগিয়ে নেবে সফলতার পথে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোহিনুর কেমিকেল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) গোলাম কিবরিয়া সরকার, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড) মো. জিয়াউর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/ ৯ডিসেম্বর/ টিএটি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা