কুমিল্লা উত্তর আ.লীগের সভাপতি রুহুল, রোশন সম্পাদক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:০০
অ- অ+

সিনিয়র সহসভাপতি রুহুল আমিনকে সভাপতি ও বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার কুমিল্লার চান্দিনা উপজেলায় মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে রাতে কেন্দ্র থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

রাতে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার কমিটির ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা।

এর আগে প্রথম অধিবেশন শেষে দুপুরের খাবারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন আর হয়নি। কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন স্থলত্যাগ করেন কেন্দ্রীয় নেতারা।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে এ সম্মেলন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা