কেরানীগঞ্জে কারখানায় আগুনে নিহত ১, দগ্ধ ৩৪

রাজধানীর কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন ৩৪ শ্রমিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানাটিতে ওয়ান টাইম প্লেট তৈরি করা হতো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঢামেকে ভর্তি হওয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে কিছু মেরামতের কাজ চলছিল। এ অবস্থায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আব্দুস সামাদ ঢাকাটাইমসকে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সদস্যরা কারখানার ভেতরে প্রবেশ করে সার্চিং শুরু করেছে। ঘটনাস্থলে একজন পুরুষ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বোঝা যাবে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘হাসপাতালে কমপক্ষে ৩৪ জন দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন। তাদেরকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।’
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল জানিয়েছেন, দগ্ধদের কেউই আশঙ্কামুক্ত নন। তাদের শরীরের ৩০ ভাগের বেশি পুড়ে গেছে বলে জানান তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতরে ডাম্পিংয়ের কাজ করছেন। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসএস/জেবি)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

১০ টাকায় কাপড়, খেলনা!

রাজধানীতে সিরিয়াফেরত জঙ্গি গ্রেপ্তার

কমলাপুরে ভবনের আগুন নিয়ন্ত্রণে

আস্থা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে রিকশা উপহার পেলো প্রতিবন্ধী রুবেল

রাজধানীর কমলাপুরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতারণার নতুন ফাঁদ ‘হাজির কামলা’

রাজধানীতে তক্ষক উদ্ধার, আটক ৭

দিনে ছিনতাই রাতে ডাকাতি, বসিলায় অস্ত্রসহ আটক ৩
