শাহজালালে দুই কেজি সোনার বারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৪
অ- অ+

ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগের একটি দল। গতকাল বুধবার সন্ধ্যায় দুবাই থেকে আসা ইউসুফ নামে ওই যাত্রীকে আটক করা হয়। জব্দ করা হয় ৯২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দুই কেজি সোনার বার।

জানা যায়, কাস্টমস হাউসের একটি প্রিভেন্টিভ টিম বুধবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইমিরাটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে দুবাই থেকে আসা ইউসুফকে তল্লাশি করা হয়। এ সময়ে তার প্যান্টের পকেটে ১৬টি সোনার পাওয়া যায়। জব্দ করা এসব সোনার ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। যেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, আটক যাত্রীসহ জব্দ করা সোনার বারের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা