সিলেটের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৫০| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:০১
অ- অ+

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল রাজশাহী রয়্যালস। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও রাজশাহীর কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল মোসাদ্দেক-মিঠুনের সিলেট থান্ডার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় সিলেটিয়ানরা। জবাবে মাত্র ১০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় বন্দরে পৌঁছে যায় আন্দ্রে রাসেলের দল।

সিলেটের দেয়া ৯২ রানে লক্ষ্যে ব্যাট করতে নামা রাজশাহীকে শুরুতেই বড় ধাক্কা দেন তরুণ নাঈম হাসান। প্রথম ওভারের তৃতীয় বলে কোনো রান খরচ না করেই সাজঘরে ফেরান রয়্যালসের বিধ্বংসী ওপেনার হযরতউল্লহ জাজাইকে।

তবে সে ধাক্কা সামলে রাজশাহী জয়ের পথে ফেরান আরেক ওপেনার লিটন দাস। তার ২৬ বলে অপরাজিত ৪৪ রানের কল্যাণে ৮ উইকেট ও ৫৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী। লিটনের ইনিংসে ছিল ৭টি চারের মার।

এছাড়া আফিফ হোসেন ২৫ বলে ৩০ ও শোয়েব মালিক ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে ১টি করে উইকেট নেন নাঈম হাসান ও নাভিন-উল-হক।

এর আগে, টস জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। শুরুটা দুর্দান্ত হয় সিলেটের। মাত্র ৪ ওভারেই আসে ৩৫ রান। সিলেটের ডেরায় প্রথম আঘাত হানেন আন্দ্রে রাসেল। লেগ বিফোরের ফাঁদে ফেলে ১৭ রান করা রনিকে ফেরান তিনি। এরপরই ধস নামে তাদের ইনিংসে। অলক কাপালী পরপর দুই বলে ফেরান দুই বিদেশি জনসন চার্লস ও জীবন মেন্ডিসকে।

মিথুন ও সৈকত মিলে এরপর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। গড়েন ৩১ রানের জুটি। তবে মিথুন ফেরার পর আর দাঁড়াতে পারেনি সিলেট। মাত্র ১৯ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। মিথুন ও মোসাদ্দেক দুজনেই করেন ২০ রান।

রাজশাহীর হয়ে একাই ৩ উইকেট নেন অলক কাপালী। এছাড়া দুটি করে উইকেট নেন রবি বোপারা ও ফরহাদ রেজা। একটি উইকেট শিকার করেন অধিনায়ক আন্দ্রে রাসেল।

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা