ভান্ডারিয়ায় করাতকল মালিককে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৫| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৯:০০
অ- অ+

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় করাতকল (সমিল) মালিককে ও সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে অপর এক ব্যক্তিসহ দুজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থদণ্ড দেয়।

জানা গেছে, উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী বাজারে অবৈধভাবে করাতকল (সমিল) চালানোর অপরাধে সমিল মালিক মো. মিজানুর রহমানকে ৫ হাজার টাকা ও সরকারি কাজে বাঁধা প্রদানের অপরাধে মো. জাহাঙ্গীর হোসেন নামের আরেক ব্যক্তিতে ২০০ টাকা, মোট ৫ হাজার ২০০ টাকা জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন হারুন-অর-রশীদ মাস্টারের ছেলে মো. মিজানুর রহমান অবৈধভাবে করাত কল (সমিল) চালিয়ে আসছিল। অবৈধভাবে সমিল চালানোয় করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ (৩)/১ অপরাধ ও দণ্ডবিধি ১২ ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয় এবং সরকারি কাজে বাধা দেয়ায় উপজেলার পূর্ব ভান্ডারিয়া পৌর এলাকার আবদুল আজিজ এর ছেলে মো. জাহাঙ্গিরকে ১৮৮৬ দণ্ডবিধি এর ৮৬ ধারায় ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা ফরেস্ট অফিসার (ভান্ডারিয়া) মো. ইউসুফ আলী হাওলাদারের অভিযোগের ভিত্তিতে আদালত এ অর্থদণ্ড দেয়।

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা