টুঙ্গিপাড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:০২
অ- অ+
ফাইল ছবি

মোবাইলে প্রেমিকাকে বাগেরহাটের চিতলমারী থেকে ডেকে এনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রেমিকসহ তিনজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ মিলেছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ ডিসেম্বর বিকালে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় প্রেমিকসহ তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা পশ্চিমপাড়া গ্রামে।

গত শনিবার রাতে পুলিশ মূল অভিযুক্ত রফিক মুন্সিকে গ্রেপ্তার করেছে। রফিক টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের হাবিবুর মুন্সির ছেলে। মামলার অপর আসামিরা হলেন একই গ্রামের ছবেদ আলী শেখের ছেলে মাজহারুল শেখ ও শ্রীরামকান্দি গ্রামের মিজানুর রহমান শেখের ছেলে আবু দাউদ মিল্টন শেখ।

মামলার বরাত দিয়ে টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম জানান, গত ৯ মাস আগে ওই তরুণী রফিকের ভ্যানে ওঠে। তারপর তাদের সাথে পরিচয় ঘটে। প্রায়ই তারা মোবাইলের মাধ্যমে প্রেমালাপ করতো। গত ১৩ ডিসেম্বর ওই তরুণীকে ফোনে ডেকে কৌশলে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগানে নিয়ে তিনজনে ধর্ষণ করে। ১৪ ডিসেম্বর মামলার পর পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করেছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

রবিবার অভিযুক্ত রফিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বলেন, শনিবার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে জুন মাসে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা