১০ ঘণ্টা করে এক মাস বিদ্যুৎ থাকবে না পটুয়াখালী-বরগুনায়

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯
অ- অ+
ফাইল ছবি

পটুয়াখালী জেলার অধিকাংশ এবং বরগুনার কিছু এলাকায় ২৮ দিন ১০ ঘণ্টা করে বিদুৎ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বাড়ানোর কাজের উদ্যোগ নেয়ায় সাময়িক এই সমস্যা পোহাতে হবে গ্রাহকদের।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে পিজিসিবির বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ৪ জানুয়ারি শনিবার থেকে ৩১ জানুয়ারি শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পটুয়াখালীর অধিকাংশ এলাকা এবং বরগুনার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এবিষয়ে পটুয়াখালী বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার আজাদ ঢাকা টাইমসকে বলেন, পটুয়াখালী-বরিশাল লাইনে যে ধারণক্ষমতা তা দিয়ে আগামী শুকনো মৌসুমে বিদুৎ সঞ্চালন চালু অব্যাহত রাখলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাবে। যে কারণে শুকনো মৌসুমের আগেই এই লাইন (জাতীয় গ্রিড) মেরামত করা খুবই জরুরি। এজন্য ২৮ দিনের মধ্যে আমরা পুরো লাইন সংস্কারের উদ্যোগ নিয়েছি।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা