কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আকিজ গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট কর্তৃক আয়োজন করা হয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারী শিক্ষার্থীদের চাকরি প্রদান অনুষ্ঠান।
১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অধ্যাপক আব্দুল আলিম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
বিশেষ অতিথি ছিলেন তুরস্ক থেকে আগত মোস্তফা একিন, চেয়ারম্যান, টেক্সটিল গ্রুপ, তার্কি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আকিজ গ্রুপের চেয়ারম্যানের সুযোগ্য সন্তান সেখ আজরাফ উদ্দিন, অভয়নগর উপজেলা চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের উপদেষ্টা উইং কমান্ডার (অব.)বেনজির আলী মোঘল, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শেখ মাহমুদুন নবী, দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাব সভাপতি আসলাম হোসেন, আকিজ জুট মিলস্ লিমিটেড-এর নির্বাহী পরিচালক আব্দুল হাকিমসহ অভয়নগর উপজেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩১ জন কৃতি শিক্ষার্থী যারা বুয়েট, মেডিকেল কলেজ ও পাবলিক ইউনির্ভাসিটিতে চান্স পেয়েছে তাদেরকে এওয়ার্ড অফ একসিলেন্সি-২০১৯ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। বিজয়ের মাস ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানের সভাপতি আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি) বক্তব্য প্রদানের সাথে সাথে আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সমাপ্ত করা সৎ ও মেধাবী শিক্ষার্থীদের জব অফার লেটার হাতে তুলে দেন।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এলএ)

মন্তব্য করুন