নিশ্চিত পরাজয় জেনেই ইভিএম নিয়ে বিষোদগার: কাদের

নিজস্ব প্রতিবেদক, সাভার
| আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৬:৫৪ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ১৬:৪৭

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি ইভিএম নিয়ে বিষোদগার করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে এ ব্যাপারে জনগণকে আশ্বস্ত থাকতে বলেছেন তিনি।

সোমবার সাভারে একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলায় ১০ হাজার শীতার্তের মাঝে কম্বল, শিশুখাদ্য ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এই নির্বাচন নিয়ে যে কথাই বলুক, আমি জনগণ তথা ঢাকাবাসীকে আশ্বস্ত করছি- আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি (প্রধানমন্ত্রী) আমাদের জনগণের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে বলেছেন।’

কাদের বলেন, ‘আমাদের কোনো খারাপ উদ্দেশ্য থাকলে আমরা কেন ঘরে ঘরে গিয়ে ভোট চাইছি। কারণ আমরা একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চাই।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে বিএনপি নির্বাচন হওয়ার আগেই নির্বাচনে কারচুপি হবে, ইভিএমে ভোট কারচুপির ব্যবস্থা হবে, জালিয়াতি হবে এসব অবান্তর অভিযোগ করছে। অথচ অতীতে ইভিএম পদ্ধতির নির্বাচনে তারাই বেশি জয়লাভ করেছে। মূলত তারা এই আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে। ডিজিটাল ভোট পদ্ধতি তথা ডিজিটাল বাংলাদেশ তারা চায় না। কেননা তারা জানে, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে। কাজেই নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে বিএনপি এখন ইভিএমের বিরুদ্ধে বিষোদগার করছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আজে বাজে বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাই ঢাকাবাসী তথা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাই। যাকে খুশি তাকে আপনারা ভোট দেবেন। আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। হারি জিতি নাহি লাজ। কারণ এই নির্বাচন স্থানীয় সরকার। হেরে গেলে আমাদের ওপর আকাশ ভেঙে পড়বে না।’

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান, পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :