ঢাকা ছাড়লেন কোকোর স্ত্রী-কন্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:৩৩| আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৫০
অ- অ+

নয়দিন আগে হঠাৎ করেই মেয়ে জাহিয়া রহমানকে নিয়ে বাংলাদেশে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিঁথি। কি কারণে দেশে এসেছিলেন তা নিশ্চিত হওয়া না গেলেও দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা শাশুড়ির সঙ্গে সাক্ষাত করতেই মূলত এসেছিলেন বলে জানা গেছে। রবিবার সাক্ষাতও হয় তাদের। এরপর সোমবার দুপুরে মেয়েকে নিয়ে ঢাকা ছেড়েছেন শর্মিলা।

রবিবার বিকালে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত হয় তাদের। এক ঘণ্টার মতো তারা হাসপাতালে ছিলেন। সঙ্গে খালেদা জিয়ার বোনসহ আরো কয়েকজন আত্মীয় ছিলেন। তবে সাক্ষাত শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

এরপর লন্ডনের উদ্দেশে সোমবার দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আজ দুপুর ১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিঁথি তার সন্তান নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

গত ২৬ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন কোকার স্ত্রী।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা