‘ভাগ্যের চাকা ঘুরাতে পড়াশোনার বিকল্প নেই’

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ২১:২৮
অ- অ+

জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘ভাগ্যের চাকা ঘুরাতে হলে পড়াশোনার বিকল্প নেই। যদি আপনাদের সন্তানরা পড়াশোনা সঠিক মত করতে পারে, তাহলে সে নিজে, পরিবার, এলাকা এমনকি দেশ প্রতিষ্ঠিত হবে।’

সোমবার বিকালে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন- তাহলে আমার এই সময়ে এই বিদ্যালয়টিকে কলেজ পর্যায়ে রূপান্তিত করব। এটিকে একটি বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠান গুণগত মান সর্ম্পূণ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হারুণ অর রশিদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোজ্জাম্মেল হক, ব্যবসায়ী তোফায়েল আহমদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা