চাঁপাইনবাবগঞ্জে দুই লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১৭:২৭
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন- ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবন, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি সাজেদুল হক সাজু, জেলা প্রেসক্লাবের সভাপতি জাফরুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা এবং ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহায়ক হিসেবে আগামী ১১ জানুয়ারি জেলার পাঁচ উপজেলা ও চার পৌরসভার ১২০১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা বিরতিহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৭৫৩ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮২ হাজার ৪৩৫ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা