রাজবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ২১:৪৪
অ- অ+

রাজবাড়ীতে ১০ বছর বয়সী পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে মিঠু মোল্লা (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার মিঠু সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত মোতালেব মাস্টারের ছেলে।

গত রবিবার শিশুটির মা রাজবাড়ী থানায় একটি মামলা করেন। ওই ছাত্রী জানিয়েছে, সে গত শুক্রবার রাতে নিজ বাড়ির অদূরে একটি বাড়ি থেকে টেলিভিশন দেখে ফেরার পথে মিঠু মোল্লা তাকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে পালিয়ে যায়।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ওই ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ধর্ষক মিঠু মোল্লাকে গ্রেপ্তার করেছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার মিঠু ট্রেনের ছিনতাই ও অপহরণ চক্রের মূলহোতা। এছাড়াও খানখানাপুর বাজারে ইয়াবা ও ফেনসিডিল বিক্রেতা চক্রের অন্যতম সদস্য। এসব বিষয়ে রাজবাড়ী ও খানখানপুর পুলিশ ফাঁড়িতে মিঠুর নামে একাধিক অভিযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা