‘সরকারি সেবা দিতে জনগণের দোরগোড়ায় যাচ্ছে প্রশাসন’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ২০:২১

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ‘সরকারি সেবা দিতেই জনগণের দোরগোড়ায় যাচ্ছে স্থানীয় প্রশাসন।’ জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এবং দাদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় এ গণশুনানি হয়। এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিক নেতা, শিক্ষক শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সামাজিক সমস্যার অনেক উন্নয়ন হয়েছে। এখন আর আগের মতো বাল্যবিয়ে হয় না। হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। মাদক নির্মূলে সরকার কাজ করছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাচ্ছে।’

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, ভাইস-চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :