পরিচালকের বিরুদ্ধে সুচরিতার অসদাচরণের অভিযোগ

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১১:০৭
অ- অ+

তরুণ পরিচালক রফিক সিকদারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী সুচরিতা। মঙ্গলবার এই পরিচালকের বিরুদ্ধে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত নালিশও জানান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুচরিতা সেখানে উল্লেখ করেন, পাবনায় ‘বসন্ত বিকেল’ ছবির শুটিংস্থলে পরিচালক রফিক সিকদার তার সঙ্গে অসদাচরণ করেন। যার কারণে তিনি শুটিং রেখে ঢাকায় চলে আসেন।

এ ব্যাপারে জানতে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সুচরিতার সেলফোনে কল করা হলে তিনি বলেন, ‘বসন্ত বিকেল’ ছবিতে আমার অভিনয় করার কথা ছিল। সেই মতো শুটিংয়ের জন্য পাবনা যাই। কিন্তু পরিচালক রফিক সিকদারের অসদাচরণের জন্য শুটিং রেখে চলে আসতে বাধ্য হই। আর কিছু বলতে চাই না। বাকিটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করে জেনে নেবেন।’

এরপর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যাপারটি খুবই নিন্দনীয় ও দুঃখজনক। সুচরিতা আপা একজন সিনিয়র অভিনেত্রী। তিনি শিল্পী সমিতির আজীবন সদস্য। রফিক শিকদার একজন জুনিয়র পরিচালক। তিনি কীভাবে একজন সিনিয়র শিল্পীর সঙ্গে অসদাচরণ করার সাহস পান? ভাবতেও অভাগ লাগে! আমরা সাংগঠনিক ভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। লিখিত অভিযোগ পেয়েছি। পরিচালক সমিতিতে চিঠিও দিয়েছি। তাদের ওপর শিল্পী সমিতির আস্থা আছে। তারা এর সুস্থ সমাধান করবেন।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র অভিনেত্রী সুচরিতা আপার সঙ্গে অসদাচরণ করায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমিতির সকল সদস্যকে পরিচালক রফিক সিকদারের যেকোনো শুটিং এবং ডাবিং থেকে বিরত থাকার অনুরোধ করছি। আমার বিশ্বাস পরিচালক সমিতি এ ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এই পরিচালকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছে। আশা করি, এবার তার বিচার হবে।’

অভিযোগের ব্যাপারে পরিচালক রফিক সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছোট ভাই শুটিং সেটে গিয়েছিল। সুচরিতা আপা অকারণে তাকে গালিগালাজ করেন। আমি কারণ জানতে চাইলে তিনি আমাকেও গালিগালাজ করেন। পরে আমাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর তিনি শুটিং রেখে ঢাকায় চলে আসেন।’

ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা