ইজতেমার দ্বিতীয় পর্বের সাত মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১৬:১৫

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে সাত মুসল্লির মৃত্যু হয়েছে।

এ পর্বের ইজতেমা শুরুর পর দ্বিতীয় দিন শনিবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। অসুস্থ্য ও বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। তাবলিগের শীর্ষ মুরুব্বি সা’দ কান্ধলভির অনুসারীদের এ পর্বে অংশগ্রহণ করেছেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ স্থাপিত কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরের ওসমান পুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবির শ^াসকষ্ট জনিত কারণে মারা গেছেন। অপর মুসল্লি ঝিনাইদহের কালাহাট গোপালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আ ফ ম জহুরুল আলম মারা গেছেন স্ট্রোক করে। সকালে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ভোর সাড়ে ছয়টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান গাইবান্ধ্যার কামালের হাট গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সোবহান। এছাড়া শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যা নোয়াখালীর আজিমনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. মনির উদ্দিন। ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়েছে।

ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :