ধামরাইয়ে বাসচাপায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:৫০
অ- অ+

ঢাকার ধামরাইয়ে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ইমরান হোসেন (১২) নামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মতিয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় সেতু পাড় হওয়ার সময় নীলাচল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা