সৈয়দপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ২১:২৬
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের আবুল কাজীর দোলায় দশমবারের মত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নীলফামারী, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সাংসদ রাবেয়া আলিম। বিশেষ অতিথি ছিলেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মোহাসিনুল হক মহসিন, রাশেদুজ্জামান রাশেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হেলাল চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন- ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজক কাজী মাওলানা জাহাঙ্গীর হোসেন (ঘোড়া হুজুর)।

প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেন রংপুরের মহসিন আলী, দ্বিতীয় দিনাজপুরের বিন্নাকুড়ির আমিনুর রহমান এবং তৃতীয় ঠাকুরগাঁওয়ের রুহিয়ার সোনামিয়া।

সৈয়দপুরের মোটরসাইকেল শোরুম তাহিয়া বাজাজ ও ইসলাম মটরস্-এর সৌজন্যে অনুষ্ঠিত ঘোড় দৌড় দেখার জন্য সৈয়দপুরের আশপাশের হাজার হাজার নারী-পুুরুষ, শিশু-বৃদ্ধসহ দূর-দূরান্ত থেকেও অনেক লোকজন সমবেত হয়েছিল প্রতিযোগিতাস্থলে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
তোফায়েল বনাম শেখ সেলিম: আ.লীগের রাজনীতিতে কে বেশি ক্ষমতাবান ছিলেন?
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা