‘আমদানি নির্ভরতা কমাতে শিল্প খাতে গুরুত্ব দেয়া হচ্ছে’

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৫১
অ- অ+

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম বলেছেন, ‘বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে শিল্পের প্রতি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিক কিন্তু সরকারের দিক থেকে ভিন্নরকমের সুযোগ-সুবিধা দিয়ে শিল্পনগরী তৈরি করে দিচ্ছে। সেখানে গ্যাস, বিদ্যুৎ, রাস্তা-ঘাটের ব্যবস্থা করে দেয়া হচ্ছে এবং এক জায়গায় নিয়ে আসা হচ্ছে।’

শনিবার দুপুরে সুনামগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আব্দুল হালিম বলেন, ‘শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন রকমের প্রণোদনা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শিল্পের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসায়ীদের কথা চিন্তা করেন। তাই ব্যাংক থেকে ঋণগ্রহণ করার সুবিধাসহ অন্যান্য সব সুবিধা দেয়া হচ্ছে। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা করছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হোক। যাতে করে শিল্প উৎপাদনের মাধ্যমে দেশে মানুষের চাহিদা নিজেদের চাহিদা মেটানো সম্ভব হয় এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমে আসে। স্বনির্ভর বাংলাদেশ গড়তে তিনি বদ্ধপরিকর। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদসহ বিসিকের কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা