মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিয়াজ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার খায়ের ঘটিচোরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পলিশ জানায়, ২০১৮ সালের একটি মাদক মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত ২০১৯ সালের ১৯ আগস্ট রিয়াজকে ছয় মাসের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা ও অনাদয়ে আরও একমাসের কারাদণ্ডের আদেশ দেন।
গোপন সংবাদে পলাতক সাজাপ্রাপ্ত আসামি রিয়াজ সরদারকে দুপুরে উপজেলার খায়ের ঘটিচোরা তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, আসামি রিয়াজ সরদার পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল, সে সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে রবিবার সকালে পিরোজপুর আদালতে সোপর্দ করা হবে।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন