ম্যানইউকে বিধ্বস্ত করল লিভারপুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ১০:১৯
অ- অ+

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখল লিভারপুল৷ ঘরের মাঠে রেড ডেভিলসদের ২-০ গোলে পরাজিত করে জার্গেন ক্লপের দল৷ রবিবার লিভারপুলের হয়ে ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন যথাক্রমে ভার্জিল ভ্যান ডিক ও মোহাম্মদ সালাহ৷ যদিও আরও একাধিক গোলে সহজ সুযোগ হাতছাড়া করে ক্লপরা৷ ম্যানচেস্টারও কয়েক দফায় চকিত আক্রমণে বিব্রত করেছিল লিভারপুলকে৷ যদিও ফিনিশিং টাচ দেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে৷

চোটের জন্য রাশফোর্ডকে এই ম্যাচে দলে পায়নি ম্যানচেস্টার৷ ফলে ম্যাচ শুরুর আগেই বাড়তি চাপে পড়ে যায় তারা৷ এফএ কাপের শেষ ম্যাচের প্রথম একাদশে তিনটি রদবদল করে দল নামা ওলে গানার৷ গোলে ফেরেন ডেভিড ডি গিয়া৷ এই ডি গিয়ার জন্যই লিভারপুলের বিরুদ্ধে আরও বড় ব্যবধানে হারতে হয়নি ম্যানচেস্টারকে৷ দুরন্ত ক্ষিপ্রতায় একাধিকবার দলের নিশ্চিত পতন রোধ করেন ডেভিড৷

ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় লিভারপুল৷ ১৪ মিনিটের মাথায় আলেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে গোল করেন ভ্যান ডিক৷ প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ডি গিয়া প্রতিরোধ করেন সাদিও মানের অনবদ্য একটি শট৷ বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ১-০৷

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ সালাহ ডি গিয়াকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন৷ ইনজুরি টাইমে (৯০+৩) প্রতিআক্রমণ থেকে সালাগ লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন৷ গোলকিপার অ্যালিসনের ছোঁড়া বল ধরে লম্বা দৌঁড়ে ম্যানচেস্টারের বক্সে ঢোকেন সালাহ এবং ডি গিয়াকে পরাস্ত করেন৷

এই জয়ের সুবাদে ২২ ম্যাচে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান আরও মজবুত করে লিভারপুল৷ ম্যানচেস্টারের সামনে অন্যদিকে ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পড়ে রইল ইউনাইটেড৷

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা