সিমন্স ঝড়ে সিরিজ ড্র করল ক্যারিবীয়রা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ১৩:০৮
অ- অ+

লেন্ডল সিমন্সের ব্যাটিং তাণ্ডবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে সিরিজ ১-১ ড্র হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে জিতেছিল আয়ারল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ওপেনার লেন্ডল সিমন্স ৪০ বলে ৫টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৯১ রান করে অপরাজিত থাকেন।

অপর ওপেনার ২৫ এভিন লুইস ৪৬ করে আউট হন। ১ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। আয়ারল্যান্ডের পক্ষে একমাত্র উইকেটটি নেন সিমি সিং।

সেইন্ট কিটসে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৩৮ রান করে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে ১৮ বলে ৩৬ করেন কেভিন ও’ব্রাইন। ২৩ বলে ২৮ করেন বলবার্নি। ১৩ বলে ১৮ করেন ম্যাকার্থি।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন কাইরন পোলার্ড। ৩.১ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ডোয়াইন ব্রাভো। এছাড়া শেফার্ড ১টি ও রাদারফোর্ড ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন লেন্ডল সিমন্স।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিগত ৩ নির্বাচনকে ‘ভালো’ সার্টিফিকেট দেয়া পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা