বিএসএফআইসি’র ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ১৯:২৪
অ- অ+

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ‘ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর মতিঝিলস্থ চিনিশিল্প ভবনে এ সম্মেলন হয়।

অনুষ্ঠানে অংশ নেন ১৫টি চিনিকল ও একটি সহায়ক ইঞ্জিনিয়ারিং কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিএসএফসির পরিচালকরা, সচিব, চিফ অব পার্সোনেল, সব বিভাগীয় প্রধান। তারা ২০২০ সালের আখ মাড়াই ও চিনি উৎপাদনের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে উন্নয়নের কলাকৌশল ও চ্যালেঞ্জের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিএসএফআইসি চেয়ারম্যান অজিত কুমার পাল। এই শিল্পের সব অব্যবস্থাপনা, ত্রুটি বিচ্যুতি দূর করে কার্যকর উন্নয়নের প্রয়াস ব্যক্ত করেন তিনি। ব্যবস্থাপনা পর্ষদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের দূরত্ব কমানো এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

অজিত কুমার পাল বলেন, দেশের চিনিশিল্প আর ধ্বংস হবে না। এখনও যদি সবাই মিলে কাজ শুরু করি, তাহলে লাভজনক হতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন বছর। বেশ কিছু স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। দেশের চিনিশিল্পকে বহুমুখীকরণ করা হবে। আখ কিনেই চাষিদের মূল্য পরিশোধ করা হবে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা