রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১৫:১৭
অ- অ+

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মো. বাবু (৩৫)। জেলার পবা উপজেলার মধ্যপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম ফজলুর রহমান। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান। তিনি ভুটভুটি টেম্পুর চালক ছিলেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রানন্দ বিল এলাকায় মহাসড়কে তার ভুটভুটি টেম্পুর চাকা খুলে যায়। এতে চালক বাবু পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড়, শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা