চীনে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ১০:৫৪
অ- অ+

বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভয়ংকর এই ভাইরাসটি। ওই এলাকায় এই ভাইরাসে নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রদেশিক স্বাস্থ্য অধিদপ্তর এখবর নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

হুবেই এর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে এই ভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে নতুন করে মারা যাওয়ার সবাই উহান অঞ্চলের বাসিন্দা। এছাড়া এদিকে অন্যান্য সূত্র জানিয়েছে, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি।

এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যে উহানসহ দেশটির ১৪টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানকার সকল ধরনের গণপরিবহন ও প্রবেশ ও বাহির বন্ধ করে দেয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাপান, সৌদিসহ কয়েকটি দেশে এরই মধ্যে করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশ এই বিষয়ে সতর্কতা জারি করেছে।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ঢাকা টাইমস/২৫জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা