পাবনায় সাত অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৪৬
অ- অ+

পাবনার সাঁথিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অপহরণকারী ও ডাকাতদলের সাতজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত দুইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বেড়া উপজেলার জোড়দহ গ্রামের রিফাত সর্দার, একই গ্রামের নজরুল ইসলাম, বাঙ্গাবাড়ি গ্রামের সজিব হোসেন, একই গ্রামের শুভ হোসেন, সানিলা শাহপাড়া গ্রামের শিমুল, আমিনপুর থানার টাংবাড়ী গ্রামের বাপ্পি হোসেন ও মাষ্টিয়া গ্রামের সুজন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কিছুদিন ধরে সাঁথিয়ায় ডাকাতি ও অপহরণকারী চক্র বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতি করত এবং ব্যবসায়ীদের অপহরণ করে নিয়ে হত্যার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করত। এদের অত্যাচারে অতীষ্ঠ হয়ে পড়েছিল এলাকার ব্যবসায়ীরা।

অভিযোগের প্রেক্ষিতে তাদের ধরতে মাঠে নামে পুলিশ। এরই ধারবাহিকতায় শুক্রবার রাত ২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তবে এদের মুলহোতা সুমন হোসেন এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারদের শনিবার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা