দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ১০:১৩
অ- অ+

বেন স্টোকস ও মার্ক উডের হাতে নাস্তানাবুদ প্রোটিয়া বাহিনী৷ সোমবার ওয়ান্ডারার্সে চতুর্থ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে হারিয়ে চার টেস্টের সিরিজ ৩-১ জিতে নিল ইংল্যান্ড৷

জোহানেসবার্গে জিতে সিরিজ ড্র করার জন্য রেকর্ড ৪৬৬ রান তাড়া করতে হত দক্ষিণ আফ্রিকাকে৷ কিন্তু ২৭৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়া বাহিনী৷ ৩৫ রান করেন ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসিস৷ তবে সর্বোচ্চ ৯৮ রান করেন ভ্যান ডার দুসেন৷ এছাড়া ৩৯ রান করেন কুইন্টন ডি’কক৷ ৫৪ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে দ্রুত প্রোটিয়া ইনিংস গুটিয়ে দেন ইংল্যান্ড পেসার উড৷ ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন তিনি৷ এছাড়া দুটি করে উইকেট নেন বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড৷

দুসেন ও ডু প্লেসিস যখন ক্রিজে ছিলেন, তখন প্রোটিয়াদের ম্যাচ বাঁচানোর আশা ছিল৷ কিন্তু দুপুরে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভাঙন ধরান ইংরেজ বোলাররা৷ প্রথমে ডু প্লেসিসের স্টাম্প ছিটকে দেন স্টোকস৷ এর কিছুক্ষণ পরেই দুসেনকে প্যাভিলিয়নের রাস্তা দেখান উড৷ টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দিকে এগোছিলেন দুসেন৷ কিন্তু উডের বলে ব্রডের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯৮ রানে আউট হন দুসেন৷ সেই সঙ্গে প্রোটিয়াদের লড়াইয়ের আশা শেষ হয়ে যায়৷ ১৩৩ বলের ইনিংসে ১৫টি চার ও দু’টি ছক্কা মারেন দুসেন৷

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০০ রানের জবাবে মাত্র ১৮৩ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা৷ প্রথম ইনিংসে ২১৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংরেজদের ২৪৮ রানে বেঁধে রাখেন প্রোটিয়া বোলাররা৷ কিন্তু ততক্ষণে দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট হয়ে গিয়েছে রেকর্ড রানের৷ ৪৬৬ রান তাড়া করতে গিয়ে উডের সামনে ২৭৪ রানে ধরাশায়ী হয় দক্ষিণ আফ্রিকা৷

(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরপিও সংশোধনে অষ্টম কমিশন সভা বৃহস্পতিবার, জানুন সভার আলোচ্যসূচি
৫ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের 
ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা