আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১০:৩০
অ- অ+

আরও একবার বিশ্বকাপের শেষ চারে ভারত৷ অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে মঙ্গলবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত৷ পোচেস্ট্রুমে ছোট অজিদের পর্যুদস্ত করে সহজেই বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেয় ভারতের ছোটরা৷ অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷

লিগে অপরাজিত থেকে কোয়ার্টারে পৌঁছেছিল প্রিয়ম গর্গের ভারত৷ কিন্তু শেষ আটে তাদের সামনে ছিল তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷ কিন্তু স্কোর বোর্ডে ২৩৪ রান নিয়েও কার্তিক ত্যাগির দুরন্ত বোলিংয়ে ভর করে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় ভারত৷ রান তাড়া করতে নেমে শুরুতে ত্যাগির বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ব্যাটসম্যানরা৷ ৮ ওভারে ২৪ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ত্যাগি৷

মাত্র ১৭ রানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া৷ ইনিংসের প্রথম বলেই রান-আউট হন অজি ওপেনার ফ্রেজার ম্যাকগুর্ক৷ ওভারেই চতুর্থ ও পঞ্চম বলে দু’টি উইকেট নিয়ে অজিদের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন ত্যাগি৷ সেখান আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া৷ ৬৮ রানে অর্ধেক অজি ইনিংস শেষ করে দেন ভারতীয় বোলাররা৷ কিন্তু ওপেন করতে নেমে একদিন ধরে রেখে ভারতকে চিন্তায় রাখেন স্যাম ফ্যানিং৷ একা লড়াই করেও শেষরক্ষা করতে পারেননি তিনি৷ ৭৫ রানের লড়াকু ইনিংস খেলে আকাশ সিংয়ের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি৷ ৩০ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি৷

ফ্যানিংয়ের লড়াইয়ে সহায়তা করেন লিয়াম স্কট৷ কিন্তু ব্যক্তিগত ৩৫ রানে রবি বিষ্ণুর শিকার হন তিনি৷ দু’জনে ষষ্ঠ উইকেট ৮১ রান যোগ করে যখন ম্যাচ ফিরছিলেন ঠিক তখনই স্কটকে আউট করেন ভারতীয় এই স্পিনার৷ এর পরই তাসের ঘরের ঘরের মতো ভেঙে পড়ে বাকি অজি ইনিংস৷ ১৫৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া৷

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৩ রান তোলে ভারত৷ ইনিংস শুরু করলেও ভারত পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়৷ ওপেনার দিব্যাংশ সাক্সেনা ২৬ বলে ১৪ রান করে কেলির বলে উইকেটকিপার রউয়ির হাতে ধরা পড়েন৷ মিডল-অর্ডারের তিনজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিলক বর্মা, প্রিয়ম গর্গ ও ধ্রুব জুরেল ব্যাট হাতে ব্যর্থ হন৷ অধিনায়ক প্রিয়ম ৫ রান করে ক্রিজ ছাড়েন৷

কিন্তু যশস্বী জসওয়াল টুর্নামেন্টে নিজের তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯, জাপানের বিরুদ্ধে অপরাজিত ২৯ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৫৭ রান করা যশস্বী এদিন ৮২ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন৷ ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি৷ সিদ্ধেশ বীর ২৫ রান করে উইকেট দিয়ে আসেন৷ দলগত ১৪৪ রানে ভারত ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে৷ রবি বিষ্ণোইকে সঙ্গে নিয়ে অথর্ব সপ্তম উইকেটে মূল্যবান ৬১ রান যোগ করেন৷ ৩১ বলে ৩০ রান করে রান-আউট হন রবি৷

(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যাসিনো কাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা