ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ময়মনসিংহের ভালুকায় মরহুম ওমর আলী সরকার ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার কোনাপাড়া গ্রামে প্রায় এক হাজার নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।
চিকিৎসা প্রদান করেন- ডা. মশিউর রহমান তুষার, ডা. মির্জা কামাল, ডা. জাফর সাদিক খাঁন, ডা. হাবিবুর রহমান, ডা. জুনায়েদ হোসেন, ডা. শফিকুল ইমলাম সুহেল, ডা. তাহসান সুহেলী প্রিতিলা, আহামউজ্জাম অন্তর, মুদাব্বির হোসেন পিয়াল।
ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে মরহুম ওমর আলী সরকারের জ্যেষ্ঠ ছেলে ডা. নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল কাদের সরকার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকার প্রমুখ।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন