মরা মুরগির মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৪
অ- অ+

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মরা মুরগির মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম গিয়াস উদ্দিন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে ওই ব্যবসায়ীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান আতিক জানান, দীর্ঘদিন ধরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে মরা মুরগির মাংস বিক্রি করে আসছিল ব্যবসায়ী গিয়াস উদ্দিন। এমন সংবাদে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম খায়রুল আলম সুমন ওই বাজারে অভিযান চালান।

এ সময় ব্যবসায়ী গিয়াস উদ্দিনের দোকান থেকে ২৫ কেজি মরা মুরগির মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে ব্যবসায়ী গিয়াস উদ্দিন তার দোষ স্বীকার করেন। এরপর নির্বাহী হাকিম খায়রুল আলম সুমন ওই ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা