মাগুরায় ঐতিহ্যবাহী লাঠি খেলা

মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এই লাঠি খেলার আয়োজন করে কছুন্দি ইউনিয়ন পরিষদ। এ সময় ঢাক আর কাঁসার শব্দে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
স্থানীয় ক্ষুদে লাঠিয়ালদের সাথে প্রবীণ লাঠিয়াল বাহিনীগুলো তাদের কসরত প্রদর্শন করে। এছাড়া বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রবীণতম সদস্য কাসেম সর্দার লাঠি হাতে মাঠে নামেন। বয়সের ভারে নুয়ে যাওয়া কাসেম সর্দার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লাঠির কসরত দেখিয়ে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। লাঠিতে লাঠিতে ঠোকাঠুকির এ খেলা পুরুষ দর্শকদের পাশাপাশি উপভোগ করেন বিপুলসংখ্যক নারী দর্শক।
আয়োজক কছুন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাশেম মোল্যা জানান, গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় এই খেলা কালের বিবর্তনে আজ প্রায় বিলুপ্তির পথে। ঐতিহ্যবাহী এ খেলার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন। মাগুরা জেলার পাশাপাশি অন্যান্য জেলার মোট ছয়টি লাঠিয়াল দল অংশ নেন। প্রীতি এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সবাইকে পুরস্কৃত করা হয়।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন