পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩১
অ- অ+

পাবনার সাঁথিয়ায় মহাদেব সরকার (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার করমজা ইউনিয়নের বাওইখোলা গ্রামে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মহাদেব উপজেলার কুন্ডুরিয়া বাজারে সিমেন্টের ব্যবসা করতেন।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো তিনি কুন্ডুরিয়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে পৌঁছানোর পর সাত-আটজনের একদল দুর্বৃত্ত মহাদেব সরকারকে ঘিরে ধরে এলোপাথারি কোপাতে থাকেন।

এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা