জুভেন্টাসের হারের রাতে রোনালদোর রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৩| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫১
অ- অ+

সিরি’আতে হেল্লাস ভেরোনার কাছে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস। ২০০৫ সালে জুভিদের হয়ে টানা ৯ ম্যাচে গোল করেছিলেন ডেভিড ট্রেজেগুয়েট। শনিবার ইতালিয়ান লিগে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই হারে আটবারের চ্যাম্পিয়নদের শীর্ষস্থান হুমকির মুখে পড়েছে। নিজেদের মাঠে ম্যাচের প্রথম ৩৫ মিনিটে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল ভেরোনার।

তবে প্রথমার্ধের শেষ ১০ মিনিটে প্রবল চাপ বাড়ায় জুভেন্টাস। এ সময় কয়েকটি গোলের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ৬৫ মিনিটের মাথায় একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। কিন্তু সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ভেরোনা।

৭৬ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ফাবিও বোরিনি। দশ মিনিট পর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন জামপাওলো পাস্সিনি।

২৩ ম্যাচ পর ১৭ জয় ৩ ড্র ও সমান সংখ্যক হারে জুভেন্টাসের মোট পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলে ১৫ জয় ৬ ড্র ও ১ হারে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।

(ঢাকাটাইমস/০৯ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা