শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন রাজশাহীর পাঁচ নারী

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮
অ- অ+

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় রাজশাহী বিভাগের পাঁচ নারীকে মহিলাবিষয়ক অধিদপ্তরের শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা দেয়া হয়েছে। রবিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

সম্মাননা পাওয়া পাঁচ নারী হলেন- রাজশাহীর কাটাখালি পৌরসভার তানিয়া আজাদ, রাজশাহীর মতিহার থানার মির্জাপুর মহল্লার রাশেদা খালেক, চাঁপাইনবাবগঞ্জে সদরের হাসনা বানু, নওগাঁ সদরের আদরী বানু ও পাবনা সদরের নাজিরা পারভীন।

তানিয়া আজাদ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জয়িতার সম্মাননা পান। শিক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পান রাশেদা খালেক। সফল মা হিসেবে সম্মাননা পেলেন হাসনা বানু। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় জয়িতা হলেন আদরী বানু। আর সমাজ উন্নয়নে অসামান্য অবদার রাখায় জয়িতা হলেন নাজিরা পারভীন।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০১৯ এ এবার রাজশাহী বিভাগের আটটি জেলার প্রতিটি থেকে পাঁচজন করে মোট ৪০ জন নারীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এদের মধ্যে থেকে ১০ জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননার জন্য মনোনীত করা হয়। এই ১০ জনের মধ্যে থেকে পাঁচজনকে চূড়ান্তভাবে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হলো। অন্য পাঁচজন হলেন রানার আপ।

শ্রেষ্ঠ জয়িতা, রানার আপসহ ৪০ জন নারীর হাতেই পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা অনজুম মিতা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আক্তার, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, জেলা প্রশাসক হামিদুল হক ও সমাজসেবী শাহিন আক্তার রেণী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের উপস্থাপক আবদুর রোকন মাসুম।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা