চা স্টলের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৮
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ট এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩০) , ঘাটাইল উপজেলার পাচঁটিকড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেন হোসেন (৫৪)।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার একাব্বর হোসেন জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে রাখা সিএনজি চালিত অটোরিকশার একটি সিলিন্ডারও আগুন লেগে বিস্ফোরিত হয়। এতে চা স্টলের দোকানদারসহ চারজন দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে আবাসিক চিকিৎসক আল মামুন জানান, আগুনে দগ্ধ হওয়া চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চারজনের মধ্যে তিনজনের ৩০শতাংশের বেশি পুড়ে গেছে।

ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা