স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে ক্যাসিয়াস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৮
অ- অ+

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্টের সূত্রমতে জানা গিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি লুইস রুবিয়ালেসের বিপক্ষে নির্বাচন করতে যাচ্ছেন ক্যাসিয়াস। ২০১৮ সাল থেকে স্প্যানিশ ফুটবল প্রধানের দায়িত্ব পালন করছেন রুবিয়ালেস।

এখনো অবশ্য ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরে যাননি ক্যাসিয়াস। এখনো তিনি এফসি পোর্তোর হয়ে খেলছেন। তবে ২০১৯ সালের মে মাসে হৃদরোগে আক্রান্ত হবার পর থেকে এ পর্যন্ত তিনি কোন ম্যাচ খেলতে মাঠে নামেননি।

সম্প্রতি স্প্যানিশ ফুটবল গর্ভনিং বডির সাথে ৩৮ বছর বয়সী ক্যাসিয়াস আলোচনা করেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সেখানেই তিনি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন।

শেষ পর্যন্ত প্রার্থী হলে ক্যাসিয়াস লা লিগা সভাপতি জেভিয়ার তেবাসসহ প্লেয়ার্স ইউনিয়নের সভাপতি ও স্প্যানিশ ফুটবলার্স এসোসিয়েশন সভাপতি ডেভিড আগানজোরও সহযোগিতা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা