দ্রুতগতিতে তামিমের অর্ধশতক পূরণ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৭
অ- অ+

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দ্রুতগতিতে অর্ধশতক পূর্ণ করেছেন তানজিদ হাসান তামিম। ছয় নম্বর ব্যাটসম্যোন হিসেবে মাঠে নেমে অনেকটা টি-টোয়েন্টি মেজাজে অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। মাইলফলক স্পর্শের পথে ৩ চার ৫ ছক্কা হাঁকিয়েছেন তামিম।

৬৯ রানে ৫ উইকেট হারানোর পর ক্রিজে আসেন তামিম। অধিনায়ক আল-আমিন জুনিয়রের সাখে হাল ধরেন দলের। ক্রিজে এসেই ছক্কা হাঁকিয়ে বড় কিছুর আভাস দেন তিনি।

এর আগে ৭ উইকেটে ২৯১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী জিম্বাবুয়ে। সফরকারীদের ইনিংসে অর্ধশতক হাঁকান দুই ব্যাটসম্যান কেভিন কাসুজা ও চার্ল মুম্বা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান আসে কাসুজার ব্যাট থেকে। তাছাড়া ৫৪ রানে অপরাজিত থাকেন মুম্বা।

স্বাগতিক বোলারেদের মধ্যে শাহাদাত হোসেন নেন সর্বোচ্চ তিনটি উইকেট। তাছাড়া আল-আমিন দুটি ও শরিফুল ইসলাম একটি উইকেট নেন।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা