এসএসসি কেন্দ্র সচিবকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:০১
অ- অ+

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবকে মারধরের অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্র পরিদর্শনের ভ্রাম্যমাণ দায়িত্বে থাকা নির্বাহী হাকিম শেখ মোহাম্মদ রাসেল এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত হলেন একই উপজেলার সুলতানসি গ্রামের কুবাদ মৃধা।

মারধরের শিকার কেন্দ্র সচিব মোহাম্মদ রতন আলী খান জানান, স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় সকালে স্কুলের সামনের একটি গাছ উপড়ে গিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে পরীক্ষার্থী ও স্থানীয়দের চলাচলে ব্যাঘাত ঘটে। চলাচল স্বাভাবিক করতে তিনি এটি সরানোর উদ্যোগ নেন। এসময় পুর্ব বিরোধের জের ধরে স্কুলের ব্যবস্থাপনা কমিটিসহ নানা বিষয় নিয়ে রতন আলীর সঙ্গে কথা কাটাকাটি হলে এ কাজে বাধা দেয় কুবাদ নামে ওই যুবক। পরে রতন আলীকে পরীক্ষা কেন্দ্র থেকে ডেকে নিয়ে মারধর করে ওই যুবক। এ সময় স্থানীয়রা ওই তাকে আটক করে। পরে নির্বাহী হাকিম শেখ মোহাম্মদ রাসেল সেখানে গেলে বিষয়টি তাকে জানানো হয়। তিনি তথ্য-প্রমাণেরভিত্তিতে এ কারাদণ্ডদেশ দেন।

তিনি জানান, সরকারি কাজে বাধা দেয়ায় কুবাদ মৃধাকে এ কারাদণ্ড দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা